শুরু হলো ভালোবাসা সপ্তাহ। প্রতি বছরের ৭ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় ‘রোজ-ডে’ হিসেবে। তাই ছোট বড় সবার জন্যই আজ গোলাপের দিন। আর এ দিবসটির মাধ্যমেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইনস উইক।
ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে প্রিয় মানুষটিকে খুশি করার জন্য খুব বেশি দামি উপহার দেয়ার প্রয়োজন হয় না। একটি লাল গোলাপই যথেষ্ট। আবার মুখ ফুটে ভালোবাসি কথাটি বলতে পারেন না অনেকেই। এক্ষেত্রেও একটি লাল গোলাপ উপহার দিলেই বলা হয়ে যায় সব। কারণ, ভালোবাসার প্রতীকই যে লাল গোলাপ।
গোলাপ ভালোবাসার ফুল। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সব সময় সবার শীর্ষে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। সে যাই হোক, প্রিয়জনকে গোলাপ উপহার দেয়ার দিন আজই।
ইংরেজি ‘রোজ’ শব্দটির অক্ষরগুলো কিছুটা এলোমেলো করলে তা হয় ‘ইরোজ’। ইরোজ হলেন ভালোবাসার দেবতা। আবার, গ্রিক মিথোলজিতে বলা হয়ে থাকে যে লাল গোলাপ ছিলো দেবী ভেনাসের প্রিয় ফুল। ভেনাস ছিলেন ভালোবাসার দেবী।
রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।
Discussion about this post