তুরস্ক বড় বড় প্রকল্প ও বিনিয়োগে যুক্ত হয়েছে। বিশ্বের ১০টি বড় অর্থনীতির একটি হওয়ার আশা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন দাবি করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলুর এমন খবর দিয়েছে।
প্রেসিডেন্ট পূর্ব মালাতইয়া প্রদেশে একটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানেআরও বলেন, আমাদের দেশকে বিশ্বের বড় ১০টি অর্থনীতির একটিতে পরিণত করতে আমরা বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছি।
তুরস্ক বিশ্বের বড় বড় প্রকল্পের অর্ধেকের বেশি বাস্তবায়ন করছে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে মহাকাশ, হাই-টেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পথে এগিয়ে যাবে তুরস্ক।
এরদোগান বলেন, আমরা এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে চাই। আমাদের জোরালো অবকাঠামো থেকেই এই উৎসাহ এসেছে।
Discussion about this post