সৌদি থেকে ছুটিতে গিয়ে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের আগামী তিন বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)।
রোববার দেশটির পাসপোর্ট অধিদফতর এ ঘোষণা দিয়েছে।
যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলেও অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, যেসব প্রবাসী এক্সিট ও রি-এন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেনি, তাদের ওপর আগামী তিন বছরের জন্য সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে
Discussion about this post