দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৮৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৭৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৭হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৩৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার২১২ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Discussion about this post