প্লেয়ার আননোন’স ব্যাটেলগ্রাউন্ড বা পাবজি গেম সময়ের অন্যতম জনপ্রিয় গেম।
পরিচিত অনেকেই মোবাইলে এটি খেলে সময় পার করেন।
কিন্তু এই পাবজি গেমের যে বড় বড় টুর্নামেন্ট হয় তা কি আপনারা জানেন? সেই টুর্নামেন্টের প্রাইজপুল বা পুরষ্কার সম্পর্কে জানলে চোখ ছানাবড়া হয়ে যাবে আপনাদের।
ইন্টারনেট ভিত্তিক এসব খেলাকে বলা হয় ই-স্পোর্টস।
আগামী ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি গেমের বড় একটি আসর।
গেমটির বিশ্বকাপখ্যাত পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জ (পিএমজিসি) নামে এই টুর্নামেন্টে বিশ্বের সেরা ১৬টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে।
গ্রুপ পর্বে আমেরিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ সব দেশের সেরা ২৪টি দল অংশগ্রহণ করেছে।
সেখান থেকে শীর্ষ ১৬টি টিম গ্রান্ড ফাইনালের মঞ্চে জায়গা করে নেয়। সেখানে আছে বাংলাদেশের এ ওয়ান ই-স্পোর্টস (A1eSports)।
জানা যায়, এই টুর্নামেন্টের প্রাইজপুল নির্ধারণ করা হয়েছে ২০ লাখ ডলার।
বাংলাদেশি মুদ্রায় যা গিয়ে দাঁড়ায় ১৬ কোটি টাকার বেশি।
পাবজি মোবাইলের এই বিশ্বকাপ জয়ের স্বপ্ন সামনে নিয়ে আজ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ থেকে জায়গা করে নেয়া এ ওয়ান ই-স্পোর্টস এর একদল তরুণ।
Discussion about this post