রাজধানীতে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার কোকেন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ৬ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেয়া হবে বলেও জানান মেজর শাহরিয়ার।
Discussion about this post