আলেম-ওলামাদের উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য না দেয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন করতে হবে। এ জন্য তারা ৫ দফা দাবি জানান।
দাবিগুলো হলো- কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দু’পক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান, আলেম-ওলামাদেরকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেয়া, উত্তেজনাবশত বা কারো উসকানিতে দেশে বিদ্যমান ভাস্কর্যের ক্ষতি না করা, দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার এবং ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড না করা।
Discussion about this post