গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন টেরেন্ট ভারতে এসেছিলেন। শুধু এসেছিলেন বললে ভুল হবে। তিনি তিন মাস ভারতেই ছিলেন। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের পুলিশ এই তথ্য জানিয়েছে।
আসলে টেরেন্ট সম্পর্কে একাধিক তথ্য অনুসন্ধানে নেমেছিল পুলিশ। তখনই তারা জানতে পারেন, অস্ট্রেলিয়ার বাসিন্দা টেরেন্ট তিন মাস ভারতে ছিলেন। জি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৫ মার্চ ২০১৯ ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলা করেছিল টেরেন্ট। সেখানে পাঁচজন ভারতীয়সহ মোট ৫১ জন সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন। সেই হামলার ফেসবুক লাইভ করেছিলেন তিনি। এমনকী ধরা পড়ার পর সেই ভয়াবহ হামলা নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না।
Discussion about this post