ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন পেশাদার কূটনৈতিক মো. শামীম আহসান। শুক্রবার আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে আসার কথা রয়েছে।
এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান। প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম।
এর আগে, তিনি ২০০৪ থেকে ২০০৮ সালে রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে চাকরি করেন। দীর্ঘ চাকরি জীবনে ২০০৮ থেকে ২০১১ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন পরে নাইজেরিয়াতে হাইকমিশনার ছিলেন।
Discussion about this post