দশ হাজার দুইশ কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারে ফেরাতে এবং গ্রেপ্তার করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে দুদক চেয়ারম্যানকে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছে এবং আদেশ দিয়েছেন। পিকে হালদার কোথায়, কীভাবে আছেন তাও জানতে চেয়েছেন আদালত।
Discussion about this post