বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফাকে নিয়োগ দেওয়া হয়। স্বাধীনতার পর তিনিই বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
গতকাল বুধবার বাহরাইনের প্রথম প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর পর বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এক রাজকীয় নির্দেশনায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন।
বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানায়, সীমিত সংখ্যক আত্মীয়ের উপস্থিতিতে প্রয়াত প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন করা হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।
বুধবার মরহুম শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে ও রাজকীয় বাহরাইনের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন।
Discussion about this post