বিসিবি প্রেসিডেন্টস কাপে ফিটনেস টেস্ট দেওয়া না লাগলেও আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ফিটনেস টেস্ট দিতে হবে ক্রিকেটারদের। এই টেস্টের জন্যে ১১৩ জন সদস্যের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই তালিকায় আছেন সদ্য নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাওয়া সাকিব আল হাসান। এছাড়া আছেন তরুণ ও আশরাফুলদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। তবে তালিকায় নেই সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ইন্ডোর সেন্টারে ফিটনেস টেস্ট দিবে ক্রিকেটাররা। আর দুইদিন ধরেই চলবে এই ফিটনেস পরীক্ষা। প্রথম সেশনেই ফিটনেস টেস্ট দিবেন সাকিব আল হাসান।
Discussion about this post