বিশ্বজুড়ে মহামারি করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। বাড়ছে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সবমিলিয়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের।
করোনার সর্বশেষ তথ্যদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি বৃহস্পতিবার সকালে এতথ্য জানিয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যে দেখা গেছে, বিশ্বের চার কোটি ১১ লাখ ৪৮ হাজার ৪২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ লাখ ৩০ হাজার ৪০৫ জনের।






















