প্রথম আরব দেশ হিসেবে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিনিধি দলের ইসরাইল সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন। খবর টাইমস অব ইসরাইল ও টিআরটি ওয়ার্ল্ডের।
এ দিন সকালে আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসরাইলের উদ্দেশে যাত্রা করে আমিরাতি প্রতিনিধি দল। ফ্লাইটটি ইসরাইলের বেন-গুরিওন বিমানবন্দরে অবতরণ করলে সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু তাদের স্বাগত জানান।
এ সময় তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন।
নেতানিয়াহু আরও বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে।
চলতি বছরের ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত। দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুর ঘোষণা দেয়া হয়। ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
Discussion about this post