আবুধাবি থেকে ফেরত পাঠানো ১১২ প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে নেবে এয়ার অ্যারাবিয়া। সোমবার (১২ অক্টোবর) এয়ারলাইন্সটি এ তথ্য জানায়।
এয়ার অ্যারাবিয়া জানিয়েছে, ১৪ আগস্ট এয়ার অ্যারাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে তারা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একই সময়ে আবুধাবী গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও নেবে এয়ার অ্যারাবিয়া। তবে বিমানের যাত্রীদের বিনা ভাড়ায় নিলেও সরকারি ট্যাক্স পরিশোধ করতে হবে যাত্রীকে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দিয়েছে এয়ার অ্যারাবিয়া।
১১২ প্রবাসী কর্মী ফেরত আসার ঘটনায় সে সময় তদন্ত কমিটিও গঠন করা হয়। আবুধাবী থেকে ফেরত আসার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি পরবর্তীতে জানায়, আবুধাবির ইমিগ্রেশন জটিলতার কারণে আবুধাবি থেকে যাত্রীরা ফেরত এসেছেন। আবুধাবির হঠাৎ পলিসি পরিবর্তন ও তাতে অস্পষ্টতা থাকার কারণে এ ঘটনা ঘটেছে।
Discussion about this post