দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৬০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৪১ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৭২টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Discussion about this post