কোভিড-১৯ এর কারণে রাজকীয় সউদী সরকার পবিত্র ওমরাহ পালনের জন্য বাংলাদেশি যাত্রীদের কোন আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। কতিপয় ব্যক্তি ও কিছু ওমরাহ এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে এ ধরণের কর্মকান্ডের কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এক বিজ্ঞপ্তি এতথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজকীয় সউদী সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার পূর্বে কোন এজেন্সি বা ব্যক্তিকে এ ধরণের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
ওমরাহ গমনেচ্ছু সকলকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার পূর্বে কারো সাথে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করা হলো।
Discussion about this post