ছুটিতে এসে করোনার কারণে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীদের সৌদি আরবে কাজে ফেরানোর জন্য আগামী রোববার নতুন টোকেন দেবে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
তবে যারা দেশে আসার সময় রিটার্ন (ফিরতি) টিকিট কেটে এসেছিলেন, কেবল তারাই এই নতুন টোকেন পাবেন বলে জানায় সৌদি এয়ারলাইন্স।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এই টোকেন দেয়া হবে বলে গণমাধ্যমকে জানান সৌদি এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) জাহিদ হোসেন। বলেন, রোববার রিটার্ন টিকিটধারীদের নতুন টোকেন দেয়া হবে।
এদিকে নির্ধারিত একদিন আগেই শনিবার থেকে টোকেন প্রত্যাশীরা রাজধানীতে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
Discussion about this post