ইশতিয়াক আসিফ: প্রবাসীদের সুবিধার্থে সুনামের সাথে দীর্ঘ ৭ বছরের বেশি সময় ব্যবসা করে যাচ্ছে ইউনিটেল মোবাইল ফোন এল এল সি। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাইতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ইউনিটেল মোবাইল ফোন’স এল এল সির শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
দেরা দুবাই’র নাইফ পুলিশ স্টেশনের বিপরীতে গাড়ী পার্কিং বিল্ডিং এর ঠিক পেছনে বাংলাদেশী মালিকানাধীন ইউনিটেল মোবাইল ফোন’স এল এল সি তে বিভিন্ন কোম্পানির অরজিন্যাল সেট পাইকারীতে পাওয়া যাবে। উদ্বোধন অনুষ্টানে প্রতিষ্ঠানের মালিকপক্ষ জানায় তাদের এ প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানির মোবাইল সেটের পাশাপাশি আইফোন, এম আই, হাওআই, সেমসাং সেট এর নতুন নতুন কালেকশন সব সময় পাওয়া যাবে।
Discussion about this post