ওমানের মাস্কাট থেকে বন্দরনগরী চট্টগ্রামে এবার সরাসরি চালু হচ্ছে সালামএয়ারের ফ্লাইট। আজ শুক্রবার (২ অক্টোবর) থেকে এয়ারবাস-৩২০ মডেলের বিমানে প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুদিন চলবে মাস্কাট-চট্টগ্রাম-মাস্কাট রুটের ফ্লাইট। পরবর্তীতে আরও বাড়বে ফ্লাইট।
করোনা মহামারি কাটিয়ে ফ্লাইট চলাচল শুরুর পর এই প্রথম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ওমানের রাজধানী মাসকাট যাওয়ার সুযোগ তৈরি হলে। গত ৭ সেপ্টেম্বর থেকে মাসকাট-ঢাকা-মাসকাট রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার।
বাংলাদেশে সালামএয়ারের কান্ট্রি ম্যানেজার এম সাহাবুদ্দিন বলেন, শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ওমানের রাজধানী মাসকাটে ফ্লাইট চলবে। শুরুতে সপ্তাহের সোমবার ও শুক্রবার ফ্লাইট চলবে।
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯.৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৪.৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। অন্যদিকে চট্টগ্রাম থেকে একই দিন বিকেল ৪.৪৫ ছেড়ে স্থানীয় সময় রাত ৮.১৫ মিনিটে মাস্কাট পৌছাবে।
Discussion about this post