মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন
হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানবিক বিবেচনায় দুঃস্থ অসহায় রোগাক্রান্ত পাঁচ পরিবারকে বিশ হাজার টাকা করে মোট একলক্ষ টাকার নগদ আর্থিক অনুদান সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার (০১অক্টোবর) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতা, জেএসএম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা, সমিতির উপদেষ্টা হাজ্বী সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন- “বদলে যাব বদলে দিব হোক আমাদের বিশ্বাস; সেখে দুঃখে থাকবো মোরা এই আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হাটহাজারী সমিতি এ যাবতঃ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী, ঘর পোড়া গৃহহীন পরিবার এবং দরিদ্র,অস্বচ্চল ও মেধাবীদের সাহায্যার্থে ২৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। ভবিষ্যতে আরো বৃহৎ কর্মসূচি নিয়ে এ সমিতি বিভিন্ন মানবসেবামূলক কাজে সবার পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি শামীমা আফরিন মুক্তা জানান, “বিন্দু বিন্দু করে প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত উপার্জন থেকে একটি ফান্ড করে গরীব, দুঃখী ও অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন তাদের সেই উদ্দ্যোগকে আমি স্বাগতম জানাই।”
নুরুল আলম বাসেক বলেন, “এই রেমিট্যান্স যোদ্ধারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রার একটি অংশ। আজ হাটহাজারী সমিতি সুদূর আরব আমিরাতে বসে নিজ মাতৃভূমির গরীব ও রোগাক্রান্তদের সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। “
প্রধান অতিথি আব্দুল্লাহ আল মাসুম তার বক্তব্যে বলেন,”বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশ ; আর তার পেছনে রয়েছে তিনটি কারণঃ প্রথমত প্রবাসীদের রেমিট্যান্স, দ্বিতীয়ত গার্মেন্টস শিল্প ও তৃতীয়ত মানবতার নেত্রী শেখ হাসিনা। এসময় তিনি প্রবাসীদের দেশে অবস্থানকালে যে কোন সমস্যায় তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।”
এতে আরও অতিথি হিসেবে ছিলেন, মনির হোসেন, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, রিয়াজ মোর্শেদ, সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফুল করিম, সদস্য জিয়াউর রহমান, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মুনছুর, মোহাম্মদ নোমান সহ হাটহাজারীর রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অনুদান গ্রহণকারীদের আত্মীয়-স্বজন ও দেশে অবস্থানরত আরব আমিরাতের প্রবাসীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিরা মানবতার কাজে হাটহাজারী সুমিত্রা আত্মপ্রকাশ থেকে নিয়ে অদ্যবধি চলামান অনুদানসহ মানবিক নানামুখী কল্যাণমূলক কাজের ভূয়সি প্রশংসা করেন এবং আরো উত্তরোত্তর সমৃদ্ধি সফলতা কামনা করেন।

উল্লেখ্যঃ প্রবাসে অবস্থানরত হাটহাজারী সমিতির সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের সু পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোহাম্মদ আলী সাথে সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফুল করিম। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করায় উপস্থিত অতিথিসহ সবাইকে হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Discussion about this post