ওমানের ইবরি প্রদেশে বাংলাদেশি প্রবাসী মোঃ জানে আলম (৪০) ও মোঃ হাবিব (৩৮) নামের দুই ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই পেয়ার মুহাম্মদ জানান, মোঃ জানে আলম ও মোঃ হাবিব দু’ভাই ইবরি প্রদেশে গ্রিল ওয়ার্কপ ব্যবসা করতেন, দোকানে কর্মচারি হিসেবে আপন খালাতো বোনের ছেলে বোয়ালখালীর শাকপুরার ১নং ওয়ার্ডের উত্তর পাড়ার জহির আহমদের ছেলে মোঃ জাবেদকে বিদেশে নিয়ে যান। হঠাৎ করে গত রাতে ঘুমন্ত অবস্থায় জাবেদ মোঃ হাবিবকে জবাই করে হত্যা এসময় তার পাশে থাকা ভাই সচেতন হলে খুনি ছুরির আঘাতে মোঃ জানে আলমকেও হত্যা করে এবং রুমে থাকা ৫/৬ জনকে আহত হয়। খুনি জাবেদকে ওমান পুলিশ আটক করেছে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
নিহত দু’ভাই বোয়ালখালীর ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার সামশুল আলমের ছেলে।






















