ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাতে কোভিড ১৯ আইন যারা বা যে সব প্রতিষ্টান মানছেন না তাদের বিরুদ্ধে বা প্রতিষ্টানের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে আমিরাত সরকার। দুবাই পুলিশ গতকাল ঘোষণা করেছিল যে একটি প্রাইভেট ব্যান্ডের মাধ্যমে একটি প্রাইভেট পার্টির আয়োজন চলছিল। অনুষ্ঠান পরিচালনায় একজন মহিলা।
অনুষ্ঠান পরিচালনা করার সময় কোভিডবিরোধী পদক্ষেপ না মানার জন্য এ মহিলাকে ১০ হাজার দেরহাম জরিমানা করা হয়েছে। আমিরাত সরকার কোভিড ১৯ এর আইনে অনুযায়ী বার বার সবাইকে সচেতন করে যাচ্ছেন যেন সামাজিক দুরত্ব বজায় রাখে এবং সবাই মাক্স পরিধান করে। কিন্তু এ পার্টিতে যারা উপস্থিত ছিলেন তারা সামাজিক দূরত্বের নিয়মগুলি মানেন নি। এমনকি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মুখোশও পরিধান করেন নি ।
Discussion about this post