নটরডেম কলেজে লেখাপড়া করায় খ্রিস্টান অপবাদ দিয়ে জুয়েল খান নামের এক মেধাবী ছাত্রের পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। গত চার মাস ধরে সামাজচ্যুত করে রাখা হয়েছে পরিবারটিকে। ওই পরিবারের কাউকে কারো সাথে মিশতে দেওয়া হয় না। সমাজের সবাইকেও ওই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে।
জুয়েলের পরিবারের কেউ অন্য কোন লোকের সাথে মেলামেশা করার চেষ্টা করলে তাদের বাড়িঘর ভেঙে এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে। এ ছাড়া ঈদুল আযহায় ওই পরিবারটিকে সামাজিকভাবে পশু কুরবানিতেও অংশ নিতে দেওয়া হয়নি। অমানবিক এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তারফপুর ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামে।
Discussion about this post