দুবাই’র হোটেলগুলোকে সবুজ সংকেত দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১ অক্টোবর থেকে ব্যবসায়িক সফরকারী কিংবা কোনো সম্মেলন বা প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের গ্রহণ করবে দুবাইয়ের হোটেলগুলো। অবশ্য এক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে কঠোরভাবে নিরাপত্তা বিধি অনুসরণ করতে হবে।
বাণিজ্য নগরীটিতে হোটেল বুকিং ও অবস্থানের জন্য অনেক ফোন আসছে। তবে তা এখনো চূড়ান্ত রূপ পাচ্ছে না বলে জানাচ্ছে দুবাই’র বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। করোনা নিয়ে মানুষের মধ্যে এখনো অনেক উদ্বেগ কাজ করছে। অবশ্য দুবাই’র পর্যটন কর্তৃপক্ষ ও হোটেলগুলো এর সঙ্গে খাপ খাইতে শিখছে। সভা, প্রণোদনা, সম্মেলন ও প্রদর্শনীর (এমআইসিই) জন্য সবুজ সংকেত দিয়েছে দুবাই। চলতি বছরের শেষ তিন মাসে ধুঁকতে থাকা হোটেল শিল্পে প্রাণ ফিরিয়ে আনতে এটা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post