ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিন বিরোধী যেকোনো পদক্ষেপ ব্যর্থ হবে। দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের পিএলও’র অসলো আপোষ চুক্তি সইয়ের বার্ষিকী উপলক্ষে আজ রোববার এক বিবৃতিতে হামাস এ কথা বলেছে।
হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে কয়েকটি আরব দেশ পেছন থেকে ফিলিস্তিনিদেরকে ছুরিকাঘাত করেছে। তারা বলেছে, অসলো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার হরণের ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারা তাতে সফল হয়নি। ভবিষ্যতেও এ ধরণের কোনো পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার হরণ করা যাবে না।
প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই কেবল ইসরাইল ও তার ষড়যন্ত্র মোকাবেলা করে ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হামাস বলেছে, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী।
একই সঙ্গে ৩ সেপ্টেম্বর লেবাননে ফিলিস্তিনি সংগঠনগুলোর মহাসচিবদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যৌথভাবে মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। পার্সটুডে
























