জীবনে একবার হলেও পবিত্র হজ পালনের স্বপ্ন থাকে সব মুসলমানের। আর সেই স্বপ্ন পরিবারের আপনজন সবাইকে নিয়ে একসঙ্গে পূরণ করতে পারলে তো আর কোনো কথাই থাকে না। এবার ঘটেছে তেমনই এক ঘটনা। একসঙ্গে হজের লটারি জিতেছেন তিন ভাইবোন। সঙ্গে সঙ্গেই তারা আনন্দে সিজদায় লুটিয়ে পড়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মিশরে এক বিরল ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। দেশটিতে এক পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজ ২০২৬-এর লটারি জিতছেন। অনেকেই এ ঘটনাকে ‘অলৌকিক সৌভাগ্য’ বলে বর্ণনা করছেন।
দ্য ইসলামিক ইনফরমেশনে জানিয়েছে, লটারির সরাসরি ড্র অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে প্রথমে বড় বোনের নাম ঘোষণার পর বড় ভাই আবেগে মাটিতে সেজদায় পড়ে যান। ঠিক সেই সময় ঘোষক তার নিজের নাম উচ্চারণ করেন। এতে উপস্থিত সবার বিস্ময় তখনো কাটেনি, এর মধ্যেই দ্বিতীয় বোনের নামও পরপর ডাকা হয়। তিন ভাইবোনের নাম একসঙ্গে ঘোষণার এই ঘটনায় পরিবার ও দর্শক সবাই আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
























