বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাওমী মাদরাসা পড়ুয়া আলেমদেরকে নিয়ে ”ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিল” International qawmi Council’র পথচলা শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৯ টায় আমেরিকা প্রবাসী মাওলানা ডঃ এ টি এম ফখরুদ্দীনের সভাপতিত্বে এক ভার্চুয়াল জুম মিটিংয়ে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়, আগামী পনের দিনের মধ্যে নবগঠিত (ঘোষিত) কমিটির দায়িত্বশীলদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য দায়িত্ব দেয়া হয়।
ঘোষিত কমিটির দায়িত্বশীলরা হলেন। চেয়ারম্যান: মাওলানা রফিকুল ইসলাম মাদানী (সৌদিআরব), মহাসচিব:মাওলানা হাসান মাহমুদ চৌধুরী(কাতার),সাংগঠনিক সচিব:মাওলানা উসমান গনী রাসেল (সৌদিআরব), অর্থ সচিব:হাফেজ শাহাদাত হুসাইন(সৌদি আরব) নবগঠিত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, কাওমী মাদরাসার ইতিহাস-ঐতিহ্য আর্ন্তজাতিক মহলে তুলে ধরতে, আদর্শিক ওলামা হযরতদের একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্লাটফর্ম গড়ার লক্ষে কাজ করবে এই সংগঠন।
উলামায়ে হকের ঐতিহ্যের মূল ধারার ঐক্য সক্রিয় রাখার উদ্দেশ্যে ও কাওমী মাদরাসার শিক্ষার্থীদের নিজ দেশে ও ভিন্ন দেশে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করার বিশেষ সুবিধা সহ সকল মানব কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয়ী এই সংগঠন।সদ্য ঘোষিত কমিটির মহাসচিব বলেন ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিল দেশও জাতির কল্যাণে কাজ করবে।আমরা দীর্ঘদিন অনলাইন-অফলাইনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাওমী মাদরাসায় পড়ুয়া বাংলাভাষাভাসি একঝাক মেধাবীও তরুণ আলেমদের সাথে কথা বলে এই সংগঠনের পথচলা শুরু করেছি।তিনি সংগঠনের সফলতার জন্য সবার দোয়া চেয়েছেন।
Discussion about this post