ইশতিয়াক আসিফ, গত কদিন ধরে পূর্বের তুলনায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বুধবারের সর্বশেষ আপডেট অনুযায়ী করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৫ জন, মৃতের সংখ্যা ৩ জন, নতুন রোগী সুস্থ হয়েছে ৫৩৮ জন। এ পর্যন্ত আমিরাতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১,৫৪০, আক্রান্ত রোগী থেকে মোট সুস্থ হয়েছেন ৬২,০২৯ জন এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছেন ৩৮৭ জন।
আরব আমিরাতে করোনা যুদ্ধে বলা যায় অনেকটায় সফল। দুবাই নাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে দুবাই সরকার দ্রুত করোনা মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা নিয়েছিল। বলা যায় সেই পদক্ষেপের কারণে দুবাইয়ে অনেকাংশে করোনা রোগীর সংখ্যা কমে যায়। আমিরাত এমন কিছু দিনও বর্তমানে পার করছে যেখানে মৃতের সংখ্যা একদম শূন্য। আবুধাবি, আল-আইনেও করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে এখনো চলছে করোনা টেস্টের রিপোর্ট নিয়ে আবুধাবী, আল-আইনে প্রবেশ করার নিয়ম। এমনকি আবুধাবি অনেকেই রোগ প্রতিরোদের জন্যে ভ্যাকসিনও নিয়েছে সরকারি সহযোগিতায়।
Discussion about this post