ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সাথে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি ও আবুধাবী শাখা কমিটির নেতৃবৃন্দগন। এই সময় নেতৃবৃন্দরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নের্তৃবৃন্দগন তাদের বক্তব্যে করোনা ভাইরাসের আগে যারা দেশে ছুটিতে গেছে তাদের আসার ব্যাপারে, যারা আমিরাতের কর্মহীন তাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন কোন্পানীতে কাজের জন্য সহযোগিতা করা, পাসপোর্ট সেবা আরো সহজ করা ও কম খরচে বাংলাদেশ বিমান ভ্রমন সহজ করা সহ বিভিন্ন অসুবিধার বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও রাষ্ট্রদূতের কাছে প্রবাসে হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়।
নবনিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর হাটহাজারী সমিতির কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে তিনি আরো বলেন মানবতার এ সংগঠনের সাংগঠনিক কাজকর্ম চালাতে গিয়ে যাতে স্থানীয় আইন-কানুন বিঘ্নিত না হয় আর প্রবাসে যাতে দেশের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক মতাদর্শ ভিন্ন থাকলেও প্রবাসে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতির উপদেষ্টা জনাব মোহাম্মদ নাছির তালুকদার, সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইয়াকুব,মোহাম্মদ মামুন রশিদ,মোহাম্মদ শাহাদাৎ হোসেন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর,আবুধাবি শাখার সাধারণ সম্পাদক রিয়াদ বিন রাজু।
Discussion about this post