অবশেষে বিমানবন্দরে আটকে থাকা ১২৭ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে আরব আমিরাত।বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে গত ২দিন চেষ্টা করেও বিষয়টি সমাধান না হওয়ায় সোমবার ভোরে ফিরে যেতে হয়েছে বিমানের ৭৭ জন যাত্রীকে। এয়ার এরাবিয়ার ৫০ জন যাত্রীকে সোমবার পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত শনিবার ভোর থেকে ১৩২ জন যাত্রী আটকা ছিলেন যাদের মাঝে এয়ার এরাবিয়া ফ্লাইটের ৫১ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮১ জন সহ যাত্রী ছিলেন। ৫ জনকে স্থানীয় স্পন্সর রিসিভ করলেও ১২৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আবুধাবি।
আমিরাতের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে API (Advances passengers Information) নিতে হয়। কিন্তু বিমান ও এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রীদের তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না পাঠানোয় আবুধাবি ইমিগ্রেশন ১২৭ জন যাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠিাচ্ছেন বলে জানিয়েছেন দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া।
যাত্রীদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, শনিবার সকাল থেকে রোববার রাত পর্যন্ত আমরা সব পর্যায়ে চেষ্টা করেছি কিন্তু বিষয়টি আমিরাতের আইনের পরিপন্থী হওয়ায় সফল হতে পারিনি। এয়ারলাইন্সগুলোকে যাত্রী নিয়ে আসার আগে আমিরাত সরকারের শর্তাবলী মেনে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিশরের প্রায় ৪শ যাত্রীকেও একই সমস্যার কারণে আবুধাবি ফিরিয়ে দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
Discussion about this post