চলতি বছরের শুরু থেকে গত ১০ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক ২১ হাজার ২৪১ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে (বন্দিশিবির) আটক আরও ১৫ হাজার ৯৫৭ জন অভিবাসী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের- ২০১৯ সেরা সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) চিফ সেক্রেটারি, ওয়াইবিএইচজি দাতুক ওয়ান আহমদ ডাহলান বিন হাজী আবদুল আজিজ, উপ-মুখ্য সেক্রেটারি (ম্যানেজমেন্ট) কেডিএন ওয়াইবিজিটি দাতো রমলান বিন হারুন, উপ-মুখ্য সচিব কেডিএন ওয়াইবিআরস তুয়ান হাজী মোহামাদ সানুরি বিন শহীদ এবং ইমিগ্রেশনের প্রধান পরিচালক ওয়াইবিজি ডেটো ইন্দেরা খায়রুল দাযাইমী বিন দাউদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে পাঠানোর আগে তারা করোনামুক্ত কি-না তা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিজ নিজ দেশের সরকারের অনুমোদন নিয়ে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলম্ব হচ্ছে। আটক অভিবাসীদের তাদের নিজ নিজ দেশের দূতাবাসের ডকুমেন্টেশন পাওয়ার পর ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, ইমিগ্রেশন বিভাগ চলতি বছরের শুরু থেকে গত সোমবার (১০ আগস্ট) পর্যন্ত ৪ হাজার ৭৬৪টি অপারেশন পরিচালনার মাধ্যমে ১৮ হাজার ৫৭৫ বিদেশি এবং ২৬৯ জন নিয়োগকারীকে গ্রেফতার করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জাগো নিউজ
Discussion about this post