জয়নাল আবেদীন( জুয়েল), ওমান: প্রবাস মানে কি! প্রবাস মানে হলো স্বদেশের মায়া ত্যাগ করে জীবন ও জীবিকার তাগিদে অন্যের দেশে এসে পরাধীন জীবন যাপন করার নামই হলো প্রবাস। প্রবাস শব্দটি ছোট হলেও এর অর্থের গভীরতা অনেক বেশি। নিজ দেশে কর্মসংস্থান এর অভাবে ভাগ্য বদলের চেষ্টায় হাজার হাজার মাইল দূরে গিয়ে বছরের পর বছর জীবনের মূল্যবান সময় অতিবাহিত করে প্রবাসীরা।
প্রবাসে আসার আগে মানুষের মনে অনেক কৌতুহল কাজ করে। প্রবাস আসার আগে একজন প্রবাসীর জন্য প্রবাস স্বপ্নের মত মনে হয়। বিমান বন্দর থেকে বের হওয়ার পরই শুরু হয় সংগ্রাম। প্রতিটি মূহুর্তেই সংগ্রাম করে বাঁচতে হয়। কিন্তু অনেকেই প্রবাসীদের টাকার মেশিন মনে করে। প্রবাসীদের টাকার কদর থাকলেও প্রবাসীদের কদর নেই। একজন প্রবাসী কি পরিমান কষ্ট করে প্রবাসে তা একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারেনা।
মধ্যপ্রাশ্চের দেশ গুলোতে জুন জুলাই এবং আগস্ট মাসে উচ্চতাপমাত্রা থাকে। প্রচন্ড গরমের মাঝেও প্রবাসীরা কাজ করে। বর্তমান পরিস্থিতিতে করোনা নামক মহামারী প্রবাসীদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনিত করেছে। কর্ম হারিয়ে গৃহ বন্দি হতে হয়েছে প্রবাসীদের। নিজের খরচ যোগাড় করতেও হিমসিম খাচ্ছে প্রবাসীরা। অপরদিকে পরিবারের মানুষ গুলো তাকিয়ে আছে তার দিকে। নিরুপায় হয়ে নিরবে চোখের জল ফেলছে প্রবাসীরা। অনেক প্রবাসীদের পরিবার তার ইনকামের উপর নির্ভর করে চলে। বর্তমান পরিস্থিতিতে কাজ না থাকায় পরিবারের কাছে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে নানা দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা। তাই বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা যেমন ভালো নেই তেমনি তাদের পরিবার ও ভালো নেই।
Discussion about this post