লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জন হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত মঙ্গলবার সন্ধ্যার আগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শহরের প্রায় অর্ধেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরহারা হয়ে পড়েছেন তিন লাখের মতো মানুষ। ক্ষতি হয়েছে ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।
বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মানুষের খোঁজে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
Discussion about this post