আজমান ইরানী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ০৫ আগষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় পুরো মার্কেট। পুড়ে যাওয়া ১২৫ টি দোকানের মধ্যে ৮০ টি দোকান ছিল বাংলাদেশী মালিকানাধীন। মেরামত করার সময় ওয়েল্ডিং মেশিন থেকে অসাবধানতা বসত অগ্নিকান্ডের সুচনা ঘটে এবং মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর মার্কেটটি আগামী ১৫ আগস্ট সম্পূর্ণ ভাবে চালু করার কথা ছিল। কাপড়ের দোকান, বোরকা,কার্পেট, ক্রোকারিজ আইটেম এর দোকান ছিল এই মার্কেটে। ক্ষয়ক্ষতির পরিমান কতো তা জানা না গেলেও আজমান পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল শেখ সুলতান বিন আবদুল্লাহ আল নুয়াইমের মতে, আগুন ধরার তিন ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দুবাইয়ে নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেইন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে বাংলাদেশ বিজনেস ফোরামের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট তৈরী করে কনস্যুলেটে প্রেরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি কামাল হোসাইন সুমন, সহসভাপতি মিহির ব্রাগনোরা, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব ও প্রচার সম্পাদক ওবাইদুল হক প্রমুখ।
Discussion about this post