উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারী পরিবারের সদস্যরা।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে – মৃত সকল অভিবাসী মিজদা শহরের এক মানাবপাচারকারীর কাছে জিম্মি ছিলেন। গত ২৬শে মে মঙ্গল রাতে কোনভাবে ওই পাচারকারী অভিবাসীদের হাতে খুন হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাচারকারীর সহযোগী এবং আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জন অভিবাসী মারা যায় ।
মারা যাওয়া ৩০ জন অভিবাসীদের মধ্যে ৪ জন আফ্রিকান এবং বাকী সব বাংলাদেশী । মারাত্মক আহত ১১ জন বাংলাদেশিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গাদ্দাফি পরবর্তী গৃহযুদ্ধে বিপর্যস্ত লিবিয়ার অর্থনীতি তেলনির্ভর । কাজের সন্ধানে এশিয়া ও আফ্রিকার অনেক দেশ থেকেই তরুণেরা অবৈধ পথে দেশটিতে পাড়ি জমায়। একপর্যায়ে তাদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ ভাবে ইউরোপের কোনো দেশে যাওয়া। এশিয়া–আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি— পুরো রুটে মানব পাচারকারী বিশাল চক্র সক্রিয় রয়েছে।
অভিবাসীদের কাছে লিবিয়া ইউরোপের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত ।
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক লিবিয়ার মুখপাত্র সাফা মেশেলি বলেছেন- আমরা এই ট্র্যাজেডির বিষয়টি শুনেছি ও গুরুত্ব সহকারে দেখছি এবং এই মর্মান্তিক হামলায় আহত লোকদের চিকিৎসা প্রদানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
Discussion about this post