করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা কাতার এয়ারলাইনস।
করোনা পরিস্থিতে এক লাখ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে বিনামূল্যে টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর আনাদোলুর। মহামারীর বিরুদ্ধে মৃত্যুঝুঁকি নিয়ে বীরের বেশে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সোমবার এ ঘোষণা দেয় কাতার এয়ারলাইনস।
এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানায়, স্বাস্থ্যকর্মীরা পৃথিবীর যে দেশেই যান, তাদের টিকিট কাটতে হবে না। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বিনামূল্যে এক লাখ স্বাস্থ্যকর্মীকে ভ্রমণের সুযোগ দিচ্ছে তারা।
এ অফারটি পেতে হলে ১২-১৮ মের মধ্যে qatarairways.com/ThankYouHeroes এই ওয়েবসাইটে গিয়ে স্বাস্থ্যকর্মীদের নাম রেজিস্টার করতে হবে। তবে মে মাসজুড়েই তারা এই বিমামূল্যের টিকিটে বিমানে ভ্রমণ করতে পারবেন।
করোনার প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে সাধারণ যাত্রী পরিবহন বিমান চলাচল বন্ধ করে দেয় বিমান সংস্থাগুলো। তবে দ্রুত যাত্রী পরিবহনে নামছে বলে ঘোষণা দিয়েছে কাতার এয়ারলাইন্স।