কাতারে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকরা দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী বাংলাদেশিরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে তিনজন বাংলাদেশিসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) নতুন করে রমজানের প্রথমদিনে সর্বাধিক ৭৬১ জনসহ দেশটিতে মোট ৮৫২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।কাতারে এ পর্যন্ত ৭৬ হাজারের মতো মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তদের অন্তত ৮০৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দিন দিন কাতারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে।এমন পরিস্থিতিতে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতারের রাজধানী দোহার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় করোনা শনাক্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়া হওয়ার পাশপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলার চেষ্টা করছেন প্রবাসীরা। কাজ শেষে প্রবাসী বাংলাদেশিদের অযথা বাইরে ঘোরাফেরা না করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।






















