প্রাণের বাংলাদেশ ! প্রবাসীরা ভাল নেই
মিজানুর রহমান, আমিরাত প্রবাসী
কোম্পানীর কাজ নেই, লকডাউন, রুমে বন্ধী জীবন, ব্যবসা বন্ধ, নিজে চলার পয়সাও নেই। সবসময় করোনা আতঙ্ক, নিজে মারা গেলে লাশটা দেশে যাবে কিনা সন্দেহ! অন্যদিকে কোন প্রিয়জনের মৃত্যুতে দেশে যাওয়ার সুযোগও নেই কারণ নিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ। প্রবাসীরা ক’দিন আগে নিজ দেশের বোঝা হলেও এখন নিজেই নিজের কাছে বোঝা! নিজেই চলতে হিমশিম খাই।
প্রবাসীর ক্লান্তিমাখা ও অসুস্থ শরীরটা এখানে থাকলেও মনটা ঠিকই পড়ে থাকে মাতৃভূমিতে। প্রতিনিয়ত মনটা কাঁদে নিজ প্রিয়জনের জন্য। নিজ মাতৃভূমির জন্য। হাজারো প্রবাসীর একটাই চিন্তা, আমার কিছু হলে আমার পরিবারের কি হবে! যেখানে নিজের ভবিষ্যত অনিশ্চিত, সেখানে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে প্রায় দিশেহারা। তাই যেকোন উপায়ে পরিবারের জন্য টাকার ব্যবস্থা করে পাঠাতে পারলেই মহাখুশি।
আজও অসহায় প্রবাসীরা এমন একটা ভোরের অপেক্ষায় আছে, কখন সে ঘুম থেকে উঠে শুনতে পাবে পুরো পৃথিবী সুস্থ হয়ে গেছে। মহামারী করোনার ঝড় থেমে গেছে।
প্রবাসীর একটাই স্বপ্ন, কখন ফ্লাইট চালু হবে, কখন সে দেশে যাবে, কখন সে মা কে জড়িয়ে ধরবে, সেই কাংখিত সময়ের প্রহর গুনছে হাজারো প্রবাসী।
স্বদেশে ঘরে বসে কাঁদছে লাখো প্রবাসীর মা। তার খোকা কবে ফিরবে!
হে আল্লাহ্, তুমি বাংলাদেশের সকল প্রবাসী ভাই-বোনদের হেফাজত কর। আমিন।
Discussion about this post