কর্মহীনদের জন্য সরকারের বরাদ্দের চাল চুরির অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ৩৩০ কেজি চালসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার চেয়ারম্যানের নাম মির্জা গোলাম হাফিজ সোহাগ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি গুদাম ঘর থেকে ৩৩০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান,গোপনে খবর পেয়ে ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে চালসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ চালগুলো কর্মহীন, দুস্থ্য ও গরিব মানুষের জন্য সরকার বরাদ্দ দেয়।
Discussion about this post