আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছে যে, সকল প্রকার ভিসা, এন্ট্রি পার্মিট, এবং আইডির মেয়াদ ১লা মার্চ এরপর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বৈধ থাকবে। কোন ধরনের জরিমানা ছাড়া এই সময়ে ভিসা রিনিউ করা যাবে।
দেশের কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে আজ ভার্চুয়াল সম্মেলনে গণমাধ্যমের সাথে আলাপকালে ফেডারেল অথরিটির মুখপাত্র কর্নেল খামিস আল কাবি বলেন, ১ লা মার্চের পরে মেয়াদোত্তীর্ণ সকল ভিসা, এন্ট্রি পার্মিট এবং এমিরেটস আইডি কার্ড ২০২০ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত বৈধ থাকবে।
আর যারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন তাদের রেসিডেন্স পারমিট বা এমিরেটস আইডির মেয়াদ মার্চ ১ এরপর শেষ হয়ে থাকলে তাদের ভিসাও ২০২০ সালের শেষ পর্যন্ত বৈধ থাকবে।
কর্নেল খামিস আল কাবি আরো বলেন, দেশ এখন মহামারী করোনাভাইরাসের সাথে লড়াই করছে, এসময় অভিবাসীদের অনুরোধের ভিত্তিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এবং অভিবাসীদের ভিসা, আইডি সংক্রান্ত যাবতীয় ঝামেলা নিরসনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো
Discussion about this post