মনজুর আহমেদ, ওমান : ওমানের রাজধানী থেকে প্রায় কয়েকশত মাইল দূরে মাছিরা নামক স্থানে বাংলাদেশীর ছুরিকাঘাতে এক ওমানের নাগরিক খুন হয়েছে। একই ঘটনায় তার স্ত্রীও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাত তিনটায় ওই ওমানির নিজঘরে ডুকে এই হত্যাকান্ড ঘটান বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত ইব্রাহিমের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইমপুর নামক এলাকায়। মেয়েটির বাড়ি গাইবান্ধা বলে প্রাথমিকভাবে জানা গেলেও তার নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানাযায় ওমানের মাছিরিয়া এলাকায় এক বাংলাদেশি তার স্পন্সরের বাসায় বাঙালি কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক স্হাপনকালে ঘটনাটি ওমানির নজরে আসে। ওমানি এ ঘটনার প্রতিবাদ করলে বাঙালি কাজের মেয়ে এবং বাঙালি ছেলে দুইজনে মিলে ওমানি ও তার স্ত্রীকে চুরিকাঘাত করলে ওমানি ঘটনাস্থলে নিহত হয়। আশংকাজনক অবস্থায় মহিলাকে স্থানীয় একটা মেডিকেলে ভর্তি করা হয়।
খুনি ইব্রাহীম (২৫) ও মেয়ে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বিষয়টি বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছেন।
নিহত ওমানি নাগরিক একজন শিক্ষক ও একই সাথে তিনি ওই এলাকার ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কেন তাকে এমন নির্মমভাবে খুন করলো তার বিস্তারিত ওমান রয়েল পুলিশ কিংবা ওমানের কোন গণমাধ্যম জানায়নি।
Discussion about this post