দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের যাত্রীরা তাদের টিকিটের মেয়াদ মূল বুকিংয়ের তারিখ থেকে দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে।
এমিরেটস এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, যাত্রীরা চাইলে তাদের টিকিটের মেয়াদ মূল বুকিংয়ের তারিখ থেকে ২৪ মাস পর্যন্ত বাড়াতে পারবে এবং তারা এই দুই বছর যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবে। এবং যাত্রীরা মূল বুকিংয়ের সময় যে ভাড়া পরিশোধ করেছে পরবর্তিতে ভ্রমণ করার সময় তা ফ্লাইটের জন্য গৃহীত হবে এবং এর জন্য নতুন করে কোন ফি দিতে হবেনা।
এমিরেটস এয়ারলাইন্স যাত্রীদের উদ্দেশ্যে বলেছে যে, টিকিট বাতিল করার জন্য আপনাদের কল করার দরকার নেই, আমরা আপনাদের টিকিটের মেয়াদ ২৪ মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছি । ফলে আপনারা যখন আবার ভ্রমণ করতে প্রস্তুতহন ফ্লাইটটি পুনরায় নির্ধারণের জন্য আমাদের কল করতে পারেন।
তবে যারা ৩১শে মে এর আগে বুকিং করেছে তারাই শুধুমাত্র এই সুবিধাটি পাবেন ।
Discussion about this post