বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ১৩৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬২১ জনে দাঁড়াল।
নতুন করে ৪ জনসহ মারা গেলেন ৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৯ জন। এ দিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৪০টি ।
আজ রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।
Discussion about this post