করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। শুধু সাধারণ রোগীই নয়, দেশটিতে এই ভাইরাসের সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইতালির স্বাস্থ্যবিষয় সংস্থা এফএনওএমসিইও জানিয়েছে, ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে একশ’ জন চিকিৎসক মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।
ইলিয়ান গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ৩০ জনের অধিক নার্সেরও মৃত্যু হয়েছে।

























