আমিরাতে বৃহস্পতিবার ৯-এপ্রিল রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মো আনোয়ার (৫২) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুবাই’র আল-আওয়ির রোড়স্থ ড্রাগন মার্ট (চায়না মল) এ কর্মরত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শারীরিক অসুস্থতা বোধ করেন মৃত আনোয়ার পরে প্রাকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। বেশ কিছুক্ষণ হলেও তিনি বাইরে না এলে তার রুম মেটরা দুবাই পুলিশকে এ তথ্য জানায়। পরে পুলিশ এসে দরজা খুলে তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত সিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানতে করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এতে ফলাফল নেগেটিভ আসে এবং ঐ রিপোর্ট নিশ্চিত করে তার মৃত্যু হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হওয়ার কারণে হয়েছে।
তার সহকর্মীরা জানান, তার কর্মস্থলের নিয়োগকর্তা ও নিকট আত্নিয়দের সাথে যোগাযোগ করা হয়েছে। বিমান যোগাযোগ স্বাভাবিক হলে তার মৃত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। বর্তমানে তার মৃতদেহ দুবাইর একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তারা।
মৃত আনোয়ার চট্রগ্রামের মিরসরাই থানার পূর্ব খইয়াছড়া গ্রামের সিরাজ মাস্টার বাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
Discussion about this post