কুমিল্লার বাঙ্গরাবাজার থানার ৮ নং চাপিতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে ফ্রান্স প্রবাসী শামীমা আক্তার রুবী।
সোমবার ৩০ শে মার্চ ৮নং ইউনিয়নের ৬টি ওয়ার্ডে হতদরিদ্রদের বাড়িতে গিয়ে তাদের হাতে চাল, ডালসহ খাদ্য সামগ্রী তুলে দেন। ফ্রান্স প্রবাসী শামীমা আক্তার রুবী নিজ উদ্যোগে ইউনিয়নের যুবকদের সহযোগীতায় প্রায় ৩ শত পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন।
করোনা ভাইরাসের কারণে সরকার ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহণ। এতে বেকার হয়ে পড়েছে দিনমজুর মানুষেরা। দেশের এমন পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে প্রশংসায় ভাসছেন প্রবাসী নারী। অন্যদিকে চাল, ডালসহ খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ।
Discussion about this post