দুবাই-ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স সীমিত সংখ্যক যাত্রীবাহী ফ্লাইট শুরু করতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে।
এমিরেটসের গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দুবাই বিমানবন্দরের চেয়ারম্যান ও দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সভাপতি শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, ৬ এপ্রিল থেকে এই ফ্লাইটগুলি সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশে যাত্রী বহন করবে। বাণিজ্য ও অধিবাসীদের সহায়তার জন্য এই বিমানগুলিতে পন্যও পরিবহন করা হবে। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।
তিনি আরো বলেন, “সময়ের সাথে সাথে করোনার অবস্থা স্বাভাবিক হলে এবং যাত্রীদের সুরক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃক গৃহীত বিধি নিষেধগুলি প্রত্যাহার করা হলে পুনরায় যাত্রীবাহী বিমানগুলি স্বাভাবিক ভাবে ফ্লাইট পরিচালনা করবে।”
Discussion about this post