সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জীবাণুমুক্তকরণ কর্মসূচি চলছে গত ২৬ মার্চ থেকে যা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলতি এই কর্মসূচির সময় ফার্মেসি, রেস্টুরেন্ট ও খাদ্যদ্রব্যের দোকান ছাড়া সব বন্ধ। এসময় জরুরি প্রয়োজনে অনলাইনে নিবন্ধন করে বাহিরে বের হওয়ার সুযোগ ছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে অনলাইনে নিবন্ধন বাতিল করেছে। এখন থেকে কোন ব্যক্তিকে আর অনুমতি দেওয়া হবে না।
খাদ্য, ওষুধ বা গ্যাস, প্রশাসন, রাষ্ট্রীয় গণমাধ্যমসহ সরকারি গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করার সুযোগ পাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাগরিকের সুরক্ষার কথা চিন্তা করে কঠোর হতে হয়েছে। এই কঠোরতার সুফল নাগরিকরাই পাবে। আশাকরি সকল জনসাধারণ আইনটি মেনে সহয়তা করবে।
Discussion about this post