আধুনিক বিশ্বের সবচেয়ে বড় আয়োজনের ‘দুবাই এক্সপো ২০২০’ চলতে বছরের ২০ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাস এর আঘাতে সারাবিশ্ব আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে আসন্ন এ এক্সপো সাময়িক স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার ( ৩০ মার্চ) এক্সপো আয়োজক সংযুক্ত আরব আমিরাত স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, “আয়োজনে অংশ নিতে যে ১৯২ দেশ নিশ্চিত করেছিল সেইসব রাষ্ট্রের সাথে এবং এক্সপো কমিটির সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এক্সপো কমিটি ও আয়োজনে অংশ গ্রহণ নিশ্চিত করা দেশ সমূহ আয়োজনটি সাময়িক স্থগিত করার ব্যাপারে একমত পোষণ করেছে। বিশ্বের সকল দেশই এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক স্বাস্থ সংকট থেকে রক্ষা পেতে সকল দেশ কাজ করছে। এমতাবস্থায় ‘দুবাই এক্সপো ২০২০’ সাময়িক স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।”
১৯২টি দেশের নিজস্ব প্যাভেলিয়ান নিজস্ব দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার কথা রয়েছে। দুবাই এক্সপোতে ২৫ মিলিয়ন দর্শনার্থী থাকার কথাও ছিল।
Discussion about this post